বিপ্রতিম বসাক।
স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হচ্ছে করোনা জয়ী কুলতলির বিডিও বিপ্রতিম বসাককে। করোনা পরিস্থিতিতে কাজ করতে করতেই জুলাইয়ের গোড়ায় করোনা-আক্রান্ত হন তিনি। চিকিৎসায় সেরেও ওঠেন। হাসপাতাল থেকে ফিরে নিয়মমাফিক হোম আইসোলেশনে কাটিয়ে ফের কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত বিপ্রতিম। শনিবার রাজ্য সরকারের অনুষ্ঠানে সংবর্ধনা নিতে হাজির থাকছেন তিনি।
কুলতলি ব্লক থেকে বহু মানুষ ভিন্রাজ্যে বা অন্য জেলায় কাজ করতেন। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন তাঁদের বেশিরভাগই এলাকায় ফিরে আসেন। কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে এলাকায় ফেরানো, স্বাস্থ্য পরীক্ষা, কোয়রান্টিন সেন্টারে আইসেলশনে রাখা-সহ বিভিন্ন বিষয় ব্লকের প্রশাসনিক প্রধান হিসেবে তদারক করেন বিপ্রতীম।
এর মধ্যেই আছড়ে পড়ে আমপান। ঝড়ে কুলতলি ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তাঁর তত্ত্বাবধানেই ঝড়ের আগে উপকূলবর্তী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা এবং ঝড়ের পরে ত্রাণ, পুনর্বাসনের কাজ হয়।
এ সব করতে করতেই করোনা আক্রান্ত হন বিডিও। ২ জুলাই তাঁর পজ়িটিভ রিপোর্ট আসে। বেশ কিছু দিন হাসপাতালে থাকার পরে সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে ফিরে নিয়মমাফিক নিভৃতবাসে কাটিয়ে আগামী সপ্তাহ থেকেই তাঁর কাজে যোগ দেওয়ার কথা।
সংবর্ধনার খবরে খুশি বিডিও বলেন, “রাজ্য সরকারের এই সংবর্ধনা আমার কাছে খুবই সম্মানের। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে কাজ করতে হয়েছে আমাদের। সেটা করতে গিয়েই আক্রান্ত হয়েছি। ফিরে এসে দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করব।”
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)