Coronavirus in West Bengal

করোনা প্রাণ কাড়ল বারাসত আদালতের বিচারকের

১৯ এপ্রিল এয়ারপোর্ট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৩:৪৪
Share:

বারাসত আদলতের বিচরক সৌমেন্দ্রনাথ রায়। নিজস্ব চিত্র।

করোনা এ বার প্রাণ কাড়ল বিচারকের। উত্তর ২৪ পরগনার বারাসত আদলতের বিচরক ছিলেন সৌমেন্দ্রনাথ রায়। বেশ কিছুদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

৪৮ বছরের সৌমেন্দ্র ১৬ এপ্রিল শেষবার আদালতের কাজ করেছিলেন। তার দু’দিন পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ এপ্রিল এয়ারপোর্ট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। দিন সাতেক পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, সৌমেন্দ্রর ফুসফুসে সংক্রমণ ভয়াবহ হয়ে উঠেছিল। এ ছাড়া ডায়াবিটিসের সমস্যাও ছিল তাঁর।

হাওড়ার বাসিন্দা হলেও কাজের সূত্রে বারসতেই থাকতেন তিনি। তাঁর স্ত্রীও কলকাতা হাইকোর্টের আইনজীবী। সৌমেন্দ্রর মেয়ে এখন অষ্টম শ্রেণির ছাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement