Coronavirus

পরীক্ষা হবে সাত জনের লালারস

গত ২ মে কলকাতা, বর্ধমান ও বুনিয়াদপুরের বাড়ি থেকে হাসপাতালে ফেরেন চারজন চিকিৎসক। তাঁরা অন্য জেলা থেকে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কোয়রান্টিনে পাঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০৬:৪০
Share:

ছবি এএফপি।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও চারজন চিকিৎসকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হল। সেই সঙ্গে আগে করোনা নেগেটিভ রিপোর্ট আসা হাসপাতালের এক চিকিৎসক, নার্স ও হিসাবরক্ষকের লালারসও ফের পরীক্ষায় পাঠানো হয়েছে। এ দিকে, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকার অভিযোগে হাসপাতালের চিকিৎসকদের একাংশকে শোকজ় করার প্রক্রিয়া শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতালের সুপার তথা সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়ের বক্তব্য, “মঙ্গলবার মোট পাঁচজন চিকিৎসক, একজন নার্স ও একজন হিসাবরক্ষকের লালারস পরীক্ষার জন্য মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছে।” তাঁর দাবি, কিছুদিন আগে হাসপাতালের প্রায় ৩০ জন চিকিৎসক ছুটি না নিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তাঁদের বাড়িতে চলে গিয়েছেন। গত রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইমেল ও হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে আসার নির্দেশ দেন। কিন্তু প্রায় ২৫ জন চিকিৎসক এখনও আসেননি। তাই রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে তাঁদের শোকজ়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ২ মে কলকাতা, বর্ধমান ও বুনিয়াদপুরের বাড়ি থেকে হাসপাতালে ফেরেন চারজন চিকিৎসক। তাঁরা অন্য জেলা থেকে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কোয়রান্টিনে পাঠান। এ দিন তাঁদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে, গত ৩০ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে একটি বিশেষ বাসে রায়গঞ্জ ও উত্তরবঙ্গ মেডিক্যালের কয়েকজন চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মী কলকাতা থেকে ওই দুই মেডিক্যাল কলেজে ফেরেন। ওই বাসে রায়গঞ্জ মেডিক্যালের এক চিকিৎসক, নার্স ও হিসাবরক্ষক ছিলেন। ওই বাসে থাকা উত্তরবঙ্গ মেডিক্যালের এক চিকিৎসকের পরদিন করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পরেই রায়গঞ্জ মেডিক্যালের ওই চিকিৎসক, নার্সও হিসাবরক্ষকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার অবশ্য তাঁদের নেগেটিভ রিপোর্ট আসে।

Advertisement

সুপারের কথায়, “ওই চিকিৎসক, নার্স ও হিসাবরক্ষক করোনায় আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসেন। ফের নিশ্চিত হতেই তাঁদের লালারস আবার পরীক্ষায় পাঠানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement