Coronavirus

সংক্রমণ রুখতে কড়া নজরদারি

এ দিন বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক, উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার কৌশিক সমাজদার এবং সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৩:২৬
Share:

ছবি: রয়টার্স।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমস্ত সীমান্ত এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে। নজরদারি চালাতে বলা হয়েছে বাস টার্মিনাস, স্টেশনের মতো জনবহুল এলাকাগুলোয়। শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এ কথা জানালেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি। তিনি বলেন, ‘‘স্বাস্থ্য দফতর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সমস্ত সীমান্ত এলাকাগুলোকে সতর্ক করা। উপসর্গ নিয়ে কেউ রয়েছেন কি না দেখা। বাংলাদেশ সীমান্তেও নজরদারি, সচেতনতা প্রচার চলবে। তা ছাড়া রেল স্টেশন, বাসস্টপে প্রচার হবে। সেই পরিকল্পনা নিতে বলা হয়েছে।’’

Advertisement

এ দিন বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক, উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার কৌশিক সমাজদার এবং সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন। ব্লকের প্রত্যন্ত এলাকাগুলোয় করোনার উপসর্গ নিয়ে কেউ চিহ্নিত হলে খবর দেওয়ার কথা জানানো হয়েছে বিডিওদের। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে জেলা হাসপাতাল, মহকুমাস্তরের হাসপাতালে আইলোশেন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হবে। ওষুধ, মাস্ক, পিপিই পোশাক পর্যাপ্ত রাখতে বলা হয়েছে।’’ শিলিগুড়ি জেলা হাসপাতালে, কার্শিয়াং মহকুমা হাসপাতালে আইশোলেশন ওয়ার্ডের ব্যবস্থা হচ্ছে।

জেলাশাসকের দাবি, নেপালে করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন বলে জানুয়ারির শেষে খবর এসেছিল। তখন থেকেই সতর্ক হয়েছে প্রশাসন। দার্জিলিঙের ব্লকগুলোতে কিছু সীমান্তবর্তী গ্রাম আছে। সেখানে গ্রামস্তরের কমিটি, এসএসবি জওয়ানদের নিয়ে বৈঠক করে সচেতনতা প্রচার হয়। বাগডোগরা বিমানবন্দরে ভুটান এবং ব্যাঙ্কক থেকে দু’টো উড়ান আসে। ওই দুই বিমানের অন্তত ২০০ জন যাত্রীকে পরীক্ষা করে দেখা হলেও এখনও কিছু মেলেনি।

Advertisement

ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে গত বৃহস্পতিবার থেকে বিদেশি পর্যটকদের সিকিমে ঢোকা বন্ধ করে দিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ভুটানের বাসিন্দাদেরও তারা ঢুকতে দিচ্ছেন না। দার্জিলিঙে এখনই পর্যটকদের নিয়ন্ত্রণের কোনও নির্দেশ নেই বলে জেলাশাসক জানান।

শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেটি জলপাইগুড়ি জেলার অধীন। সেখানে ওই জেলা প্রশাসনের তরফে সচেতনতা প্রচার হবে। ফাঁসিদেওয়া সীমান্তে দার্জিলিং জেলা প্রশাসন সচেতনতা প্রচার হবে। সেখানে পর্যটকদের সতর্ক করা হবে, প্রয়োজনে চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement