বিধিভঙ্গের নালিশ

নির্বাচনী প্রচারে লালবাতি গাড়ি নিয়ে বিরোধী দলের প্রার্থীকে ‘খুনি’ অপবাদ দিয়েছেন বলে কলকাতা পুরসভার মেয়র তথা দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০০:২৫
Share:

নির্বাচনী প্রচারে লালবাতি গাড়ি নিয়ে বিরোধী দলের প্রার্থীকে ‘খুনি’ অপবাদ দিয়েছেন বলে কলকাতা পুরসভার মেয়র তথা দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সিপিএম। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢোলাহাটের নেতাজি এলাকায় সভা শোভনবাবু লালবাতি গাড়ি ও নিরাপত্তা নিয়ে এসেছিলেন। সেখানে তিনি বলেন, ‘‘আনন্দমার্গী খুনের ঘটনা বিরোধী প্রার্থীকে সমন দেওয়া হয়েছে। এই জেলার সিপিএমের জেলা সম্পাদক খুনের ঘটনায় জড়িত বলে শোনা গিয়েছে।’’ শোভনবাবুর এই বক্তব্যর বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে সিপিএমের তরফে। শোভনবাবু অবশ্য বলেন, ‘‘ওই এলাকায় নির্বাচনী প্রচার ছিল। রায়দিঘি কেন্দ্রের মানুষ একবার যে প্রার্থীকে প্রত্যাখ্যান করে, আর তাঁকে ফিরিয়ে নেয় না। আমি সব বিধি মেনেই প্রচার করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement