Death

Death: শিয়ালের কামড়ে জখম শিশুকে ঝাড়ফুঁক, মৃত্যু

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ জানায়, বছর দেড়েকের মৃত শিশুর নাম মেহবুল হোসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ০৮:১৭
Share:

প্রতীকী ছবি।

চিকিৎসকের পরামর্শ না মেনে ওঝাকে ডেকে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হল শিয়ালের কামড়ে জখম এক শিশুর।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ জানায়, বছর দেড়েকের মৃত শিশুর নাম মেহবুল হোসেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। আচমকা একটি শিয়াল এসে তাকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পড়শিরা লাঠি নিয়ে ছুটে আসেন। পালিয়ে যায় শিয়াল।

Advertisement

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়। পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ না মেনে শিশুর পরিবারের লোকেরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ওঝাকে ডেকে ঝাড়ফুঁক করান। দীর্ঘ সময় নষ্টের পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই মারা যায় মেহবুল।

স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালের উৎপাতে অতিষ্ঠ তাঁরা। ইতিমধ্যে বেশ কয়েকজন শিয়ালের কামড়ে জখম হয়েছেন। মৃত্যুও ঘটেছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement