আমডাঙায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। ছবি: সুদীপ ঘোষ
একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আমডাঙা ব্লকে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কর্মসূচির দ্বিতীয় দিন, বৃহস্পতিবার তাঁরা আমডাঙা পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
খণ্ড সরকার গ্রামের রাস্তা, পুকুর খনন খুঁটিয়ে দেখার সময়ে দুই পর্যবেক্ষকের নজরে পড়ে, ফলকটি নতুন। ফলক কি রাতারাতি বসানো হয়েছে, জানতে চান তাঁরা। সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। স্পষ্ট উত্তর মেলেনি। পরে এলাকার কয়েকটি একশো দিনের প্রকল্পে কাটা পুকুর দেখেন প্রতিনিধিরা। শুকনো পুকুরের গভীরতার সঙ্গে নথির মাপ জানতে চাওয়া হয়। পুকুরের মালিককে ডেকে কথা বলেন তাঁরা।
তবে গরমিল পেলেন কি না কিছু, তা নিয়ে মন্তব্য করেননি প্রতিনিধিরা। পর্যবেক্ষক আর কে রায় বলেন, ‘‘আমাদের রিপোর্ট গোপনীয়।’’
আমডাঙা পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন পরে বলেন, ‘‘আগের ফলকটা গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। নতুন ফলক লাগানো হয়েছে।’’