Arrest

পকেটে দু’হাজার টাকার জাল নোটের বান্ডিল! খবর পেয়েই যুবককে ধরল পুলিশ

ধৃতের নাম শামিম শেখ। তিনি জয়নগর থানা এলাকার বাসিন্দা। তাঁকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২৩:১৯
Share:

প্রতীকী ছবি।

পকেটে ২ হাজার টাকার জাল নোটের বান্ডিল নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক যুবক। খবর পেয়েই বুধবার রাতে সেই যুবককে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার পুলিশ। ধৃতের নাম শামিম শেখ। তিনি জয়নগর থানা এলাকার বাসিন্দা। তাঁকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে, মথুরাপুর থানার সিদ্ধেশ্বর নতুন কলোনি এলাকায় এক যুবক পকেটে ২ হাজার টাকার জাল নোটের বান্ডিল নিয়ে ঘোরাঘুরি করছেন। এর পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। যুবকের থেকে মোট ২৫টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। বলে জানায় পুলিশ। ধৃত যুবক জয়নগর থানা এলাকার বাসিন্দা।

কী কারণে জাল নোট নিয়ে ওই যুবক ঘোরাঘুরি করছিলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জাল নোটের উৎসেরও খোঁজ করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement