শারদ ও সাহিত্য সম্মান বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
সম্প্রতি বনগাঁ মহকুমা পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে শারদ সম্মান ও শারদ সাহিত্য সম্মান প্রদান করা হল। বনগাঁ থানার মিলন মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বনগাঁ মহকুমার মধ্যে প্রথম স্থানের সম্মান পেয়েছে বনগাঁর ঐক্য সম্মেলনী ক্লাব। দ্বিতীয় হয়েছে গাইগাটার আমকোলার স্বামীজি সঙ্ঘ ও বনগাঁর এগিয়ে চলো সঙ্ঘ। তৃতীয় বনগাঁর পাইকপাড়া সবুজ সঙ্ঘ ও ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব। বনগাঁ মহকুমার প্রতিটি থানা এলাকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। গোপালনগর এলাকায় প্রথম হয়েছে ফ্রেন্ডস কর্নার ক্লাব। বাগদা থানা এলাকায় প্রথম হয়েছে চরমণ্ডল সুকান্ত ক্লাব। গাইঘাটা থানা এলাকায় প্রথম হয়েছে আমকোলা স্বামীজি সঙ্ঘ। কম বাজেটের পুজোয় বনগাঁ থানা এলাকায় প্রথম হয়েছে রেটপাড়া স্পোর্টিং ক্লাব। এ ছাড়া, মহকুমার তিনটি বাড়ির পুজোকেও সম্মান জানানো হয়। সেগুলি হল গাইঘাটা চৌধুরী বাড়ির পুজো, বনগাঁর বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো ও সিংহী বাড়ির পুজো। এ দিনই তারুণ্য, বনলতা, ভোরের পাখি, নয়দরজা ও আমাদের লোকালয় নামে শারদ উত্সবের সময়ে প্রকাশিত পাঁচটি সাহিত্য পত্রিকাকে সম্মান জানানো হয়েছে। পুজো উদ্যোক্তাদের পাঁচটি ক্লাব সুভেনিয়্যরকে সম্মানিত করা হয়। সেগুলি হল-দুর্গা, বোধন, অভিযান, বৃষ্টি ও একতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা।
মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা সুজনের
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ
মুখ্যমন্ত্রীকে তুলোধনা করে হিঙ্গলগঞ্জে সভা করল সিপিএম। শুক্রবার এই এলাকার সুন্দরবন-লাগোয়া যোগেশগঞ্জ বাজার-সংলগ্ন নেতাজী ময়দানে এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী-সহ অন্যান্যরা। আগামী ১৬ ডিসেম্বর নবান্ন অভিযানের ডাক দেন সুজনবাবু। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই সভায় তিনি বলেন, “ধর্ষক এবং প্রতারক ছাড়া এ রাজ্যে আর কারও নিরাপত্তা নেই। সারদা কাণ্ডে একের পর এক দলীয় নেতা-মন্ত্রী ধরা পড়ায় মাথা খারাপ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর। সে কারণে তিনি উত্তরবঙ্গে গিয়ে বলেন ‘ওরা আমাকে বাঁশ দিচ্ছে’।” সুজনবাবুর অভিযোগ, কোনও দিনই এই সরকার গ্রামের কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি। তাঁর দাবি, যা উন্নতি হওয়ার বামেদের আমলেই হয়েছে। তিনি আরও বলেন, “বেকার ছেলেদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন সিভিক পুলিশ করার জন্য। কিন্তু তা থেকে এখন হয়েছে তাঁরা সিভিক ভলান্টিয়ার। হয় তো একদিন হয়ে যাবে শুধু ভলান্টিয়ার। আসলে এরা মানুষকে ঠকানো ছাড়া আর কিছু জানে না।” কেন্দ্র সরকারেরও কড়া সমালোচনা করেন সিপিএম নেতারা।
পথ দুর্ঘটনায় মৃত প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের সংগ্রামপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ আলাউদ্দিন (৫৮)। বাড়ি বিরামনগর গ্রামে। এই ঘটনার পর চালককে গ্রেফতার ও মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে সংগ্রামপুর-স্বরূপনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘন্টা এই অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। পুলিশ জানায়, বেলা সাড়ে ১০টা নাগাদ বসিরহাট থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। একটি আমবাগানের কাছে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার পরে পালাতে গিয়ে ওই লরিটিই তাঁকে চাপা দেয়।
সিলিন্ডার ফেটে জখম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে জখম হলেন আট জন। বৃহস্পতিবার রাতে, সোদপুর ঘোলার লেনিনগড় স্কুল মাঠে। আহতদের মধ্যে তিন জনকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, লেনিনগড় স্কুল মাঠে কীর্তনের আসর ঘিরে মেলা বসেছিল। কীর্তন শুনতে আসা কয়েক জন গ্যাস বেলুনের দোকানের সামনে ভিড় জমিয়েছিলেন। গ্যাস বেলুন ফোলানোর সময়ে আচমকা বিকট শব্দ করে সিলিন্ডারটি ফাটে।
মদনপুরে দেহ উদ্ধার
রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। তাঁর নাম, শুক্লা বৈদ্য (২১)। বৃহস্পতিবার রাতে চাকদহ মদনপুর রেল স্টেশনের কাছে ডাউন লাইনের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রেল পুলিস মনে করছে মদনপুর ১ গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গপাড়ার বাসিন্দা ওই যুবতী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।
কোথায় কী
আলোচনা সভা
শনিবার দুপুরে নদীয়ার শিমুরালিতে বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটি ও ব্যারাকপুর গাঁধী মিউজিয়ামের
যৌথ উদ্যোগে ‘সমকালীন প্রেক্ষাপটে গান্ধিজীর সমাজ চিন্তার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা।
শনিবার কল্যাণীর সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন। চলবে ৭ দিন।