টুকরো খবর

সারদা-কাণ্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে নানা ভাবে সুর চড়াচ্ছে বিরোধীরা। শনিবার হরিপালের চিত্রশালী মাঠে বিজেপির এক সভা থেকেও শোনা গেল সেই সুর। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদমণ্ডলীর সদস্য রাজকমল পাঠক, অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, নিমু ভৌমিক প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৫
Share:

Advertisement

মমতা মানুষের থেকে সরছেন, বললেন জয়
নিজস্ব সংবাদদাতা • হরিপাল

সারদা-কাণ্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে নানা ভাবে সুর চড়াচ্ছে বিরোধীরা। শনিবার হরিপালের চিত্রশালী মাঠে বিজেপির এক সভা থেকেও শোনা গেল সেই সুর। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদমণ্ডলীর সদস্য রাজকমল পাঠক, অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, নিমু ভৌমিক প্রমুখ। জয় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তারঁ দল জনসাধারণের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। মমতা এখন বিনোদনে মেতেছেন। মানুষ কাজ চায়, বিনোদন নয়। সারদাকে ঘিরে তৃণমূল যে দুষ্কর্ম করেছে, তাতে ওই দল বিলুপ্ত হবে।” নিমুর অভিযোগ, “রাজ্য জুড়ে তৃণমূল অরাজকতা সৃষ্টি করেছে।”

Advertisement

কিশোরীর দেহ উদ্ধার খুনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

তিন দিন নিখোঁজ থাকার পরে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে ক্যানিংয়ের কাঁকড়াডাঙায়। বাসন্তীর ৭ নম্বর করমদিনিবাটির বাসিন্দা ওই কিশোরীকে মেয়েটিকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাবু খান নামে প্রতিবেশী এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে তারা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত রবিবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি থেকে বেরোয়। আর ফেরেনি। পরিবারের দাবি, বাবুর ফোন পেয়েই সে বেরিয়ে যায়। মোবাইল ঘেঁটে বাড়ির লোকেরা বাবুর কথা জানতে পেরে তার সঙ্গে কথা বলেন। বাবু জানায়, রবিবার রাত পর্যন্ত কিশোরী তার সঙ্গেই ছিল। সোমবার চলে যায়। অনেক খোঁজাখুজির পরে মেয়েকে না পেয়ে বুধবার সকালে বাসন্তী থানায় বাবুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করা করেন কিশোরীর মামা। সন্ধ্যায় পশ্চিম মধুখালির কাঁকড়াডাঙা এলাকায় মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েটির দেহ উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। কিশোরীর পরিচয় না জানায় ওই থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে খুনের মামলা রুজু করে। বৃহস্পতিবার কিশোরীর পরিচয় পায় ওই থানা। এর পরেই বাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিশোরীর মা বলেন, “বাবুই আমার মেয়ের সর্বনাশ করে ওকে খুন করেছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বালিকার গোপনাঙ্গে ছুরির আঘাত, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর

নোয়াপাড়ার পিনকল মোড়ে বুধবার গৌরীশঙ্কর চটকলের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বছর সাতেকের এক বালিকাকে। দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলেন পথচারীরা। দুপুর পর্যন্ত এ ভাবেই পড়ে ছিল মেয়েটি। পরে স্থানীয় এক বাসিন্দার উদ্যোগে শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তার উপর নির্যাতনের বহর দেখে শিউরে উঠেছেন চিকিৎসকেরাও। জানা গিয়েছে তার গোপনাঙ্গে ধারালো অস্ত্রের চিহ্ন স্পষ্ট। মেয়েটি অবশ্য নির্যাতনকারীর নাম জানায় পুলিশকে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। হাসপাতালে অস্ত্রোপচারের পরে পুলিশকে ওই বালিকা জানায়, তার এক দূর সম্পর্কের দাদাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কেন? তার স্পষ্ট উত্তর মেলেনি। হাসপাতালের শয্যায় সে বলে, “আমার এক দাদা ঘরে নিয়ে গিয়ে অত্যাচার করেছে।” ধর্ষণের পরে বালিকার গোপনাঙ্গে ধারালো ছুরিও চালায় সে। কিন্তু তাকে বাইরে ফেলে রেখে পালাল কেন সেই দাদা? উত্তর মেলেনি। ছুরির আঘাতের পরেই জ্ঞান হারিয়েছিল বালিকা। তবে পুলিশ জানিয়েছে, তার গোপনাঙ্গ এমনই ক্ষত বিক্ষত, যে ধর্ষণের চিহ্নও স্পষ্ট নয়। তবে পুলিশ খুনের চেষ্টা ও নাবালিকার উপর যৌন নির্যাতনের ধারায় মামলা করেছে। বালিকার বাবা পেশায় রিকশা চালক। বুধবার দুপুরে ফাঁকা ঘরে ওই নাবালিকার উপরে অত্যাচার ও ছুরি দিয়ে আঘাত করার পর ঘরের বাইরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

নয়ানজুলিতে বাস উল্টে জখম হন ১৫ জন। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর মুড়োখালির কাছে। পুলিশে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে ওই রুটের একটি বাস যাত্রী নিয়ে গঙ্গামেলা থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। মুড়োখালির কাছে বাঁক ঘোরার সময়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করেন। নয়নজুলিতে বেশি জল না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ জানায়। আহতদের চিকিৎসক ও স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের যান্ত্রিক গোলমালে দুর্ঘটনা ঘটেছে।

পরীক্ষার্থীকে শাসানি দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এক উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীকে শাসানি দেওয়া এবং কটূক্তির অভিযোগ উঠল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও কোনও প্রতিকার হচ্ছে না বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ছাত্রী এই মর্মে বারুইপুরের মহকুমাশাসকের কাছে কুলতলির থানার বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্থানীয় কয়েক জন যুবক ওই ছাত্রীকে কটূক্তি করছেন বলে অভিযোগ। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি ওই ছাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি পরিবারের মধ্যে কিছু দিন আগে ঝামেলা হয়েছিল। ওই ঝামেলা থেকেই শাসানি দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) অরিজিৎ সিংহ বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement