BJP

তরোয়াল হাতে ছবি বিজেপি নেতার

সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ছবি পোস্ট করে মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০৬:২৪
Share:

সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ছবি পোস্ট করে মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটর গোপাল শেঠ। যদিও অভিযোগ অস্বীকার করে মনস্পতি বলেন, ‘‘তৃণমূল ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আমার ছবি পোস্ট করেছে। তবে ওঁরা খেয়াল না করে ছবিটি পোস্ট করেছেন ২৩ ফেব্রুয়ারি। তখন ভোট ঘোষণা হয়নি।’’ তবে তিনি জানান, এমন ছবি অতীতে তুলেছিলেন। তৃণমূল কোনও ভাবে তা সংগ্রহ করে চক্রান্ত করার জন্যই। ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, তরোয়াল হাতে মনস্পতি। তাতে জিভ ছু্ঁইয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা, ‘‘রক্তের স্বাদ। হা হা হা। চরিত্র কিন্তু বদলাইনি।’’ বৃহস্পতিবার গোপাল জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘বনগাঁয় বিজেপির সঙ্গে সাধারণ মানুষ নেই। তাই সাধারণ মানুষকে ভয় দেখাতে এমন ছবি পোস্ট করা হয়েছে। বিজেপি সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’’ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। পোস্টটি এখন অবশ্য আর দেখা যাচ্ছে না। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে জেলা সভাপতির বিরুদ্ধে কেউ চক্রান্ত করে এটা করেছে। মনস্পতি সভাপতি হওয়ার পরে তাঁকে এই ধরনের কার্যকলাপ করতে দেখিনি।’’ অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তৃণমূল বৃহস্পতিবার বনগাঁ থানায় অভিযোগ করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement