ধস্তাধস্তি: মিছিল চলাকালীন। বুধবার তোলা নিজস্ব চিত্র
তৃণমূলের প্রচার মিছিলে মন্ত্রীর উপস্থিতিতেই দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট বেধে গেল। জখম হয়েছেন জনা তিনেক। একটি গাড়িতে ভাঙচুর চলে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে। তবে পুলিশের কাছে কোনও পক্ষই অভিযোগ করেনি।
রাজ্যের মন্ত্রী তথা ভাঙড়ের বিধায়ক রেজ্জাক মোল্লার ছেলে মোস্তাক আহমেদ এ বার ভোটে দাঁড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আসনে। তাঁর সমর্থনেই বিকেলের দিকে পাকাপোল থেকে হাতিশালা পর্যন্ত মিছিল বেরোয়। মিছিলের সামনের সারিতে ছিলেন রেজ্জাক, মোস্তাকরা। তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেন, ওহিদুল ইসলামরাও মিছিলে পা মেলান।
বিকেল সাড়ে ৪টে নাগাদ মিছিল শুরু কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিছিলে কিছু ছৌ শিল্পী ছিলেন। পাকাপোল বাজারের কাছে মিছিল পৌঁছতেই স্থানীয় কয়েক জন তৃণমূল কর্মী তাঁদের কটূক্তি করেন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লার নেতৃত্বে কয়েক জন আরাবুল অনুগামীদের মারধর করে বলে অভিযোগ। দু’পক্ষের মারপিট বেধে যায়। ইব্রাহিমের গাড়িতেও ভাঙচুর চলে। দু’পক্ষের জখম ৩ জনকে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে আরাবুল মিছিল ছেড়ে চলে যান।
বিকেলে হাতিশালায় পথসভায় বক্তৃতা করেন রেজ্জাক, মোস্তাক আহমেদ। সেখানে হাজির ছিলেন আরাবুল। রেজ্জাক বলেন, ‘‘দলীয় নির্দেশে ভাঙড়ের সব নেতা একত্রিত হয়ে ভোটে লড়ছেন। আমি সকলকে অনুরোধ করব, কেউ যাতে কোনও সংর্ঘষে না জড়ান।’’ আরাবুল বলেন, ‘‘আমারা সকলে এক জায়গায় ছিলাম। কয়েকজন বাচ্চা ছেলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে মারপিট করেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই।’’