গণপিটুনিতে খুন জয়নগরে

সে সময়ে তিনটি বাইকে করে এসে ৮-৯ জন যুবক বোমা ছুড়তে ছুড়তে বুথে ঢুকে পড়ে বলে অভিযোগ। তিন ব্যালট বাক্স তুলে নেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০২:১০
Share:

মৃত: সাবিদা আলি শেখ

বুথ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল জয়নগরের গ্রামে। গণপ্রহারে মৃত্যু হয়েছে এক যুবকের।

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলির জয়নগর ২ ব্লকের বাণীরধল নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সাবিদা আলি মোল্লা (৩০)।

এসইউসি নেতা জয়কৃষ্ণ হালদার বলেন, ‘‘তৃণমূলের ওই কর্মী ব্যালট বাক্স ছিনতাই করতে গিয়ে গণপ্রহারে মারা গিয়েছে।’’

Advertisement

এ বিষয়ে কুলতলির তৃণমূল নেতা গোপাল মাঝির অভিযোগ, ‘‘আমাদের কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ওঁকে বুথ থেকে টেনে বের করে খুন করা হয়েছে।’’

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তিনটি ব্যালট বক্সের হদিস মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৯০০। বিকেল ৫টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে লাইনে দাঁড়ানো ভোটারদের টোকেন দেওয়ার ব্যবস্থা করেন ভোটকর্মীরা। তা করতে করতে প্রায় সন্ধ্যা সাড়ে ৬টা বেজে যায়।

সে সময়ে তিনটি বাইকে করে এসে ৮-৯ জন যুবক বোমা ছুড়তে ছুড়তে বুথে ঢুকে পড়ে বলে অভিযোগ। তিন ব্যালট বাক্স তুলে নেয় তারা। পালানোর সময়ে রুখে দাঁড়ান ভোটারেরা। ছিনতাইকারীদের ধাওয়া করেন তাঁরা। কিছু দূরে মাঠের মধ্যে ধরা পড়ে যান সাবিদা। বাকিরা বাইক ফেলে পালায়। শুরু হয় গণপ্রহার। ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দেয় তিনটি মোটর বাইকে। পরে পুলিশ এসে সাবিদকে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement