International Tiger Day

‘বাঘ দিবসে’ বাঘ রক্ষার আর্জি

বহু বাঘ উদ্ধারের সাক্ষী অবসরপ্রাপ্ত বনকর্মী আমিরচাঁদ মণ্ডলকে সম্মান জানানো হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ০৯:৩৫
Share:

আন্তর্জাতিক দিবস পালন, গোসাবার মথুরাখন্ড গ্রামে। নিজস্ব চিত্র।

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সোমবার পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস’।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের উদ্যোগে মৈপীঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলের অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গ্রামে ঢুকে পড়া বাঘ উদ্ধারে কাজ করা গ্রামবাসী ও বনকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। বহু বাঘ উদ্ধারের সাক্ষী অবসরপ্রাপ্ত বনকর্মী আমিরচাঁদ মণ্ডলকে সম্মান জানানো হয়। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘‘গ্রামে ঢুকে পড়া বাঘ উদ্ধারের ক্ষেত্রে গ্রামের মানুষের ভূমিকা অনস্বীকার্য।’’

সজনেখালিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে পথসভার আয়োজন করা হয়। বাঘ রক্ষার জন্য যাঁরা নানা ভাবে বন দফতরকে সাহায্য করছেন, তাঁদের হাতে বন দফতরের তরফে সুন্দরবনের পর্যটন থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয়। এলাকার উন্নয়নের জন্য ২৬টি যৌথ বন পরিচালন কমিটির হাতে তুলে দেওয়া হয় ১.৮৪ কোটি টাকা।

Advertisement

গোসাবার বালি দ্বীপের মথুরাখণ্ড গ্রামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগেও পালিত হয় দিনটি। বাঘ বাঁচানোর আবেদন জানিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে পথসভার পাশাপাশি আঁকা প্রতিযোগিতা, আলোচনাসভা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা অমল নায়েক বলেন, ‘‘বাঘ আজ নানা কারণে বিপন্ন। বাঘ না বাঁচলে সুন্দরবন বাঁচবে না। এই জঙ্গল লাগোয়া এলাকার মানুষই পারেন বাঘকে বাঁচাতে, সুন্দরবন বাঁচাতে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement