অভিষেকের পাঠানো নতুন কাপড় তুলে দেওয়া হচ্ছে দুঃস্থ মানুষদের হাতে। নিজস্ব চিত্র।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দুঃস্থ বাসিন্দাদের জন্য শারদীয়ার উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে আসতে না পারলেও প্রত্যেকটি বিধানসভায় তাঁর প্রতিনিধিদের উপস্থিতে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছেন তৃণমূলের নেতা এবং কর্মীরা। ইতিমধ্যেই লোকসভার প্রায় দেড় লক্ষ মানুষের কাছে সাংসদের এই উপহার পৌঁছে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
পঞ্চমীতে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকে তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এবং পুর এলাকার বাসিন্দাদের হাতেও উপহার তুলে দিয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। লোকসভার অন্যান্য বিধানসভার পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার ২০ হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে অভিষেকের উপহার। দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ এ নিয়ে বলেছেন, ‘‘সাংসদের নির্দেশেই প্রত্যেক এলাকার মানুষকে শারদীয়ার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। দুঃস্থ মানুষরাও নতুন পোশাক পরে উৎসবে মেতে উঠবেন এই কামনা করি।’’