Arjun Singh

Arjun Singh: দলত্যাগ রুখতে পদত্যাগপত্র লিখিয়ে নিয়ে প্রার্থীপদ দেবে বিজেপি, অর্জুন-নিদান

বিজেপি কর্মীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে এসে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ০০:৫২
Share:

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। নিজস্ব চিত্র।

ভোটে জেতার পর জনপ্রতিনিধিদের দলবদলের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিজেপি-কে। পুরসভা নির্বাচনে জেতা কাউন্সিলররা যাতে অন্য দলে চলে যেতে না পারেন, সে জন্য আগে থেকেই পদত্যাগপত্র লিখিয়ে রাখা হবে। সোমবার বনগাঁর গোপালনগরে বিজেপি কর্মীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে এসে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

Advertisement

বনগাঁ, গোবরডাঙ্গা, হরিণঘাটা, কল্যাণী এবং গয়েশপুর পুরসভার বিজেপি কর্মীদের নিয়ে সোমবার বিকেলে গোপালনগরের পাল্লা বাজারের একটি লজে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। সেই প্রশিক্ষণ শিবিরে এসে রাজ্য বিজেপি-র সহ-সভাপতি অর্জুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘জেতার পরে বিজেপি ছেড়ে যাতে অন্য দলে না যেতে পারে সে কারণে প্রার্থীদের আগে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হবে। যাতে অন্য দলে যেতে হলে তাঁকে পদত্যাগ করতে হয়।’’

যদিও এই প্রশিক্ষণ শিবিরে দেখা যায়নি বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটা এবং কল্যাণীর বিজেপি বিধায়কদের। গোষ্ঠী কোন্দলের জেরেই অনুপস্থিত ছিলেন বিধায়কেরা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘সকলের আলাদা আলাদা কাজ রয়েছে। সে জন্যই আসতে পারেননি। বিজেপি-র মধ্যে গোষ্ঠীকোন্দলের কোনো বিষয় নেই।’’

Advertisement

যদিও অর্জুনের পদত্যাগপত্র লিখিয়ে নেওয়ার ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। বনগাঁ জেলা তৃণমূলের সভানেত্রী আলোরানী সরকার বিজেপি-কে কটাক্ষ করে বলেছেন, ‘‘বিজেপি কাউকে বিশ্বাস করতে পারছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement