গৌতম দেবনাথ। নিজস্ব চিত্র।
পাড়ায় বসে মদ্যপান করছিলেন কয়েক জন যুবক। প্রতিবাদ করে ওই যুবকদের হাতে নিগৃহীত হন এক বৃদ্ধ। অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধ আত্মহত্যা করেন বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লীর ঘটনা।
অশোকনগরের বাসিন্দা গৌতম দেবনাথ রবিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দেখেন তাঁর ঘরের পাশে স্থানীয় কয়েক জন যুবক মদের আসর বসিয়েছে। সেই সঙ্গে আসরে চলছিল অশ্লীল গালিগালাজ। প্রতিবাদ করেন গৌতম। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই মত্ত যুবকের দল। পাড়ার লোকজন এসে সরিয়ে দেন ওই যুবকদের। ঘটনা সেখানেই থেমে থাকেনি, কিছুক্ষণ পর আবার তারা এসে বেধড়ক মারধর করেন গৌতমকে।
এ ভাবে নিগৃহীত হওয়ায় চূড়ান্ত অপমানিত বোধ করেন গৌতম। তাঁর ছেলে প্রসেনজিৎ দাবি করেছেন, অপমান সহ্য করতে না পেরেই তাঁর বাবা রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার জেরে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।