প্রতীকী ছবি।
রাতে নিজের হার্ডওয়্যারের দোকান বন্ধ করে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী। বাড়িতে ঢোকার মুখে দুষ্কৃতীরা তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। অভিযোগ, ব্যবসায়ীর কাছ থেকে মানিব্যাগ, সোনার চেন, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার এজি কলোনি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন বিশ্বাস নামে ওই ব্যবসায়ীর অশোকনগর রেল স্টেশন সংলগ্ন যশোর রোডের পাশে হার্ডওয়্যারের দোকান আছে। মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢোকার মুখে মোটরবাইকে করে তিন দুষ্কৃতী হাজির হয়। তপন বলেন, ‘‘দুই দুষ্কৃতী আমার মাথায় দু’টি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মানিব্যাগ, সোনার চেন, মোবাইল ফোন কেড়ে নেয়।’’ পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ব্যবসায়ীর মোবাইলটি তাঁর বাড়ির কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতেই অশোকনগরে দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা নেতাজিনগর এলাকার বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য সন্ধ্যায় কাছেই বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। রাত ১০ নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন, ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে। অভিযোগ, সোনা, রুপোর গয়না চুরি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। অশোকনগর তিন নম্বর রেলগেট এলাকার বাসিন্দা অরুণা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে রাতে ল্যাপটপ চুরি হয়েছে। জানলা দিয়ে দুষ্কৃতীরা চুরি করে।