নিজস্ব চিত্র।
পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পরেই পরিদর্শনে যাওয়া পুরসভার এগজ়িকিউটিভ অফিসারের উপর হামলার অভিযোগ উঠল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের বিরুদ্ধে। কাউন্সিলর অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবার দুপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়াতে একটি সাত বিঘে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার এগ়জ়িকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ রায়। রবীন্দ্রনাথের অভিযোগ, সেখানে পাপিয়া নেতৃত্বে কয়েক জন তাঁকে হেনস্থা করেন। গালিগালাজ করা হয়। তাঁকে কাজে বাধা দেওয়া হয়। এমনকি কেউ কেউ তাঁকে মারতেও উদ্যত হন। নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছেন রবীন্দ্রনাথ।
তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জলা জমির ভরাটের বিরুদ্ধে অভিযানে নামার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাশের নির্দেশে মেনে পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট হয়ে গিয়েছে। পাঁচিল দেওয়ার কাজও শুরু হয়েছে।’’