Illegal Construction

হোটেলের বেআইনি অংশ ভাঙতে গেলে ‘বাধা’

অভিযোগ, সরকারি জমি দখল করে ওই হোটেলের সামনের অংশ তৈরি হয়েছে। যার মধ্যে হোটেলের প্রবেশ পথ ও একটি মদের দোকান পড়েছে। জনবসতিপূর্ণ এলাকার হোটেলে নানা বেআইনি কাজ হয় বলে স্থানীয়েরা অভিযোগ করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৩
Share:

পুরকর্মীরা এ দিন হোটেল ভাঙতে গেলে বাধা দেন হোটেলের কর্মীরা। —প্রতীকী চিত্র।

হালিশহর পুর এলাকায় একটি হোটেল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার। যান চলাচল ব্যাহত হল ঘোষপাড়া রোডে। অভিযোগ, সরকারি জমি দখল করে ওই হোটেলের সামনের অংশ তৈরি হয়েছে। যার মধ্যে হোটেলের প্রবেশ পথ ও একটি মদের দোকান পড়েছে। জনবসতিপূর্ণ এলাকার ওই হোটেলে নানা বেআইনি কাজ হয় বলে স্থানীয়েরা অভিযোগ করেছিলেন। এ নিয়ে মামলা হলে হাই কোর্ট বেআইনি অংশটি ভেঙে দিতে বলে। সেই মতোই পুরকর্মীরা এ দিন হোটেলটি ভাঙতে যান। তখনই বাধা দেন হোটেলের কর্মীরা।

Advertisement

হোটেলের মালিক টনি সিংহের অবশ্য দাবি, ‘‘আমরা কোনও বেআইনি নির্মাণ করিনি। এই হোটেলে মিঠুন চক্রবর্তী এসে থাকেন। উনি বিজেপি করেন। আর এতেই তৃণমূলের স্থানীয় নেতারা চটেছেন। একটা বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার। তার আগে খুব ক্ষতি হয়ে গেল।’’ হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ‘‘বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার তরফে হোটেল মালিককে বহু বার সতর্ক করা হলেও তিনি আমল দেননি।’’ বীজপুরের বিধায়ক, তৃণমূলের সুবোধ অধিকারী বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশে বেআইনি অংশটি ভাঙতে যাওয়া হয়েছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement