আক্রান্তের সাইকেল। নিজস্ব চিত্র।
স্ত্রীর উপর অ্যাসিড হামলা চালালেন স্বামী। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের কাছে দৌলতপুরে। সকালে গৃহবধূ যখন কাজে যাচ্ছিলেন, তখনই তাঁর উপর স্বামী দিলীপ মজুমদার হামলা চালান বলে অভিযোগ।
জানা গিয়েছে ওই দম্পতির মধ্য অনেক দিন ধরেই অশান্তি চলছিল। সে জন্য লকডাউনের আগে থেকেই দৌলতপুরে বাপের বাড়িতে এসে থাকছিলেন ওই গৃহবধূ। বাড়ি থেকে একটু দূরে শেরপুরে একটি বেসরকারি কারখানায় কাজেও ঢুকেছিলেন তিনি। বুধবার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার রাস্তায় স্বামী দিলীপ মজুমদার পথ আটকান। সে সময় তাঁর সঙ্গে বেশ কয়েকজন ছিল বলে অভিযোগ। সামনে এসে কোনও কথা বলার আগেই মহিলাকে অ্যাসিড ছুড়ে মারেন দিলীপ। ছুটে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন মহিলা। দিলীপ ও তাঁর সঙ্গীরা ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই হামলায় গৃহবধূর বুকের ডান দিকের বেশ খানিকটা জায়গা অ্যাসিডে পুড়ে গিয়েছে। তিনি এখন অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর বাবা নারায়ণ সরকার বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। আমি ও আমার মেয়ে সমস্যা থেকে মুক্তি চাই। শাস্তি চাই ওদের।’’
ঘটনার জেরে অভিযোগও দায়ের হয়েছে অশোকনগর থানায়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার বাসিন্দা দিলীপ মজুমদার এই মহিলাকে বিয়ে করার আগে থেকেই বিবাহিত। তাঁর একটা বাচ্চাও আছে। সেই নিয়েই দীর্ঘদিনের অশান্তি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।