Death

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছ’য়েক আগে খেয়ালির সঙ্গে বিয়ে হয় দীপঙ্করের। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। দীপঙ্করের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে ছেলে-বৌমার অশান্তি লেগেই থাকত। বৌমা মারধর করত বলেও অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৩:৫৪
Share:

দীপঙ্কর দেওয়ান

ঘরের মধ্যে গলায় ওড়নার ফাঁস জড়ানো এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর হাবড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপঙ্কর দেওয়ান (৩০)। তাঁর মা পুষ্প থানায় বৌমা এবং তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের স্ত্রী খেয়ালিকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছ’য়েক আগে খেয়ালির সঙ্গে বিয়ে হয় দীপঙ্করের। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। দীপঙ্করের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে ছেলে-বৌমার অশান্তি লেগেই থাকত। বৌমা মারধর করত বলেও অভিযোগ।

মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী অশান্তি করে দু’টি ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে দীপঙ্কর ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু হয়। সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলে রয়েছে দেহ। মৃতের পরিবারের অভিযোগ, খেয়ালির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়েই অশান্তি চলত। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement