Arrest

বিমানের জাল টিকিট বিক্রি করে লক্ষাধিক টাকার প্রতারণা! নরেন্দ্রপুরে গ্রেফতার মহিলা

ধৄতের নাম সোমা চট্টোপাধ্যায়। তাঁর পৈতৃক বাড়ি বাঁকুড়ার দোলতলা। পাঁচ বছর ধরে ছেলেকে নিয়ে নরেন্দ্রপুরে ভাড়া থাকেন। ধৃতকে শুক্রবারই বারুইপুর আদালতে হাজির করানোর কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নরেন্দ্রপুর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৬:০০
Share:

প্রতীকী ছবি।

বিমানের জাল টিকিট বিক্রি করে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক মহিলা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৄতের নাম সোমা চট্টোপাধ্যায়। তাঁর পৈতৃক বাড়ি বাঁকুড়ার দোলতলা। পাঁচ বছর ধরে ছেলেকে নিয়ে নরেন্দ্রপুরে ভাড়া থাকেন। ধৃতকে শুক্রবারই বারুইপুর আদালতে হাজির করানোর কথা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমা একটি ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত। গত ১৫ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। বেহালার পাঠকপাড়ার ওই ভ্রমণ সংস্থার কর্ণধার আশিস গোস্বামী তাঁকে ২৪ জনের জন্য কাশ্মীরের আপ ও ডাউনের টিকিট কাটতে দেন ৷ এর জন্য তাঁকে ২ লক্ষ ৬৪ হাজার টাকা দেওয়া হয়। তার মধ্যে ১ লক্ষ ৩২ হাজার টাকা তিনি নগদে দেন। বাকি টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করেন। অগস্ট মাসে এই লেনদেন হয়। শনিবার যাত্রার আগে বৃহস্পতিবার দেখা যায়, সব ক’টি টিকিটই ভুয়ো। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement