প্রিয়ঙ্কা দে। -নিজস্ব চিত্র।
বন্ধুবান্ধবদের সঙ্গে ধুমধাম করে জন্মদিন পালন না করে সেই টাকা দিয়ে কোভিড রোগীদের পাশে দাঁড়ালেন মধ্যমগ্রামের এক তরুণী। সোমবার বিকেলে বারাসত হাসপাতালে গিয়ে তিনি পালস অক্সিমিটার তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।
তিনি প্রিয়ঙ্কা দে। প্রতিবছর ১০ মে নিজের জন্মদিন পালন করেন প্রিয়ঙ্কা। এ বছর একটু অন্য ভাবেই এই দিনটি কাটালেন তিনি। অতিমারি পরিস্থিতিতে নিজের সাধ্যমতো সাহায্য করলেন কোভিড আক্রান্তদের জন্য। পালস অক্সিমিটার দান করলেন বারাসত হাসপাতালে।
হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, “হাসপাতালে পালস অক্সিমিটার রয়েছে তা সত্ত্বেও ওই তরুণীর উদ্যোগ সাধুবাদ দেওয়ার মতোই। তাঁর দেওয়া পালস অক্সিমিটার আমরা নিয়েছি। রোগীদের চিকিৎসায় কাজে লাগবে সেগুলি।”