Death

Death: গঙ্গায় দেহ মিলল কিশোরের, নিখোঁজ বন্ধু

বুধবার দুপুরে প্রায় ছ’কিলোমিটার দূরে, কামারহাটির তিতলি ঘাট থেকে দানিশের দেহ উদ্ধার হয়। তবে রাত পর্যন্ত ফারজানের খোঁজ মেলেনি।

Advertisement
শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ০৬:৩৩
Share:

প্রতীকী চিত্র।

ঘাটের সিঁড়িতে পড়ে রয়েছে দু’জোড়া ছোটদের জুতো, দু’টি গামছা ও সাবান। গঙ্গার ঘাটে এই সমস্ত জিনিস পড়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল রাতে টহল দিতে আসা পুলিশকর্মীদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে জানান, এলাকারই দুই কিশোর নিখোঁজ হয়ে গিয়েছে। কিন্তু তারা গঙ্গার ঘাটে এসেছিল কি না, তা কেউ দেখেননি। তবে জুতো এবং গামছা দেখে পরিজনেরা জানান, সেগুলি ওই দুই কিশোরেরই।

Advertisement

এর পরেই পানিহাটির পি বি ঘাটের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, আগরপাড়ার বাসিন্দা মহম্মদ দানিশ (১২) ও মহম্মদ ফারজান (১৪) মঙ্গলবার দুপুরে ওই ঘাটে ঢুকছে। সেই ফুটেজ দেখার পরেই সকলে মোটামুটি নিশ্চিত হয়ে যান যে, তারা গঙ্গায় তলিয়ে গিয়েছে। খবর পেয়ে রাতেই তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু কাউকেই পাওয়া যায়নি।

বুধবার দুপুরে প্রায় ছ’কিলোমিটার দূরে, কামারহাটির তিতলি ঘাট থেকে দানিশের দেহ উদ্ধার হয়। তবে রাত পর্যন্ত ফারজানের খোঁজ মেলেনি। পরিজনেরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বাড়ির লোকজন ইদের বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময়েই দুই কিশোর বেরিয়ে পড়েছিল। দুই বন্ধু কোথায় গেল, তা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজও শুরু করেছিলেন পরিজনেরা। পুলিশের অনুমান, স্নান করতে নেমে কোনও ভাবে তলিয়ে গেলেও গঙ্গার ঘাট ফাঁকা থাকায় ঘটনাটি কারও চোখে পড়েনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement