Hilsa

ছোট ইলিশ না ধরার বার্তা দিয়ে উৎসবের আয়োজন ডায়মন্ড হারবারের সংস্থার

রবিবার ডায়মন্ডহারবারের হুগলি নদীর সুভাষ ঘাটের কাছে একটি ভেসেলে এই অনুষ্ঠানের সূচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ডহারবার শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৬
Share:

উৎসবের সূচনা সাহিত্য সংস্থার। নিজস্ব চিত্র

সরকারি নিয়মে আয়তনে ২৩ সেন্টিমিটারের কম ইলিশ ধরা আইনত অপরাধ। কিন্তু সমুদ্রে বড় ইলিশের দেখা না মেলায় বাধ্য হয়েই ছোট ইলিশ ধরতে হচ্ছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতিতে ছোট ইলিশ না ধরার বার্তা নিয়ে গঙ্গাবক্ষে পর্যটন উৎসবের আয়োজন করল ডায়মন্ডহারবারের একটি সাহিত্য সংস্থা।

Advertisement

রবিবার ডায়মন্ডহারবারের হুগলি নদীর সুভাষ ঘাটের কাছে একটি ভেসেলে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে ভেসেলটি রায়চক-কুঁকড়াহাটি হয়ে ফের ডায়মন্ড হারবারে ফিরে আসে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ইলিশ নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কমল দে শিকদার, শাকিল আহমেদ, নাগসেন, চন্দন মাইতি-সহ দুই বাংলার লেখক এবং শিল্পীরা।

ইলিশ নিয়ে একটি গবেষণা গ্রন্থ এবং সাহিত্য সংকলনেরও উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে। উদ্যোক্তাদের তরফে লেখক শাকিল আহমেদ বলেন, ‘‘যদি আমরা না সচেতন হই আগামী দিন ইলিশকে জাদুঘরে গিয়ে দেখতে হবে। তাই ‘ইলিশ বাঁচাও’ উৎসব করছি আমরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement