নিরাপত্তাকর্মীর মাথায় আছড়ে পড়ে লোহার এই গেটটি। নিজস্ব চিত্র
আচমকা আবাসনের লোহার গেট আছড়ে পড়ে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই কাণ্ডে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
বুধবার মধ্যমগ্রামের দোলতলা এলাকার ওই আবাসনে কাজ করছিলেন অনুপম হাজরা নামে এক নিরাপত্তারক্ষী। আচমকাই বছর তিরিশের ওই নিরাপত্তাকর্মীদের দেহের উপর আছড়ে পড়ে প্রায় দুশো কিলোগ্রাম ওজনের ওই লোহার গেটটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপমের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ওই কাণ্ডে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে। কী ভাবে অত ভারী ওই গেটটি খুলে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও ভাবে কব্জা খুলে গিয়ে ওই বিপত্তি ঘটতে পারে। আবাসনের সিসি ক্যামেরা বন্দি ফুটেজের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। অনুপমের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।