—প্রতীকী ছবি।
প্রতারণার অভিযোগ দায়ের করাতে এসে থানা ভাঙচুরের অভিযোগ উঠল অভিযোগকারীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে মধ্যমগ্রাম থানা এলাকার ঘটনা। থানায় ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
পুলিশের দাবি, মধ্যমগ্রাম থানায় এ দিন মহিলাদের একটি বড় দল অভিযোগ জানাতে আসেন। তাঁদের কয়েক জন ওসির চেম্বারে প্রতারণার অভিযোগ দায়ের করতে ঢোকেন। ওসি তাঁদের আইনজীবী নিয়ে এসে অভিযোগ দায়ের করতে বলেছিলেন। এর পরেই অভিযোগকারীরা ওসির ঘরের বাইরে বেরিয়ে থানার একাংশে ভাঙচুর চালান বলে অভিযোগ।
মধ্যমগ্রামের রোহান্ডা এলাকার বাসিন্দা ওই মহিলাদের অভিযোগ, একটি পরিবারের কয়েক জন মিলে গ্রামের কিছু মহিলাকে স্বনির্ভর করার লোভ দেখিয়ে তাঁদের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন। ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ৮০ জনেরও বেশি মহিলার থেকে ওই টাকা তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, এক জন ছাড়া বাকিদের অভিযোগ নিতে চায়নি পুলিশ। কয়েক মাস আগে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলেও তাঁদের দাবি।
ঘটনায় রাজনৈতিক যোগাযোগের অভিযোগ তুলেছে দু’পক্ষই। পুলিশের একাংশের দাবি, মহিলাদের বিক্ষোভকে পিছন থেকে একটি রাজনৈতিক দল প্রভাবিত করেছে। অন্য দিকে, অভিযোগকারীদের দাবি, অভিযুক্তেরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ ধরছে না।