Death

Suicide: প্রথম হব না, নিজেকে তাই বাঁচাতে পারলাম না, চিঠি লিখে আত্মঘাতী পরীক্ষার্থী

মছলন্দপুরের সাদপুর এলাকার বাসিন্দা বৃষ্টি পোদ্দারকে (১৬) সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে দেখেন তার পরিবারের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মছলন্দপুর  শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৫:৪৭
Share:

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রতীকী চিত্র।

মাধ্যমিকের ফল বেরোনোর আগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ছাত্রী। এই ঘটনা উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের সাদপুর এলাকার। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।বুধবার মছলন্দপুরের সাদপুর এলাকার বাসিন্দা বৃষ্টি পোদ্দারকে (১৬) সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে দেখেন তার পরিবারের সদস্যরা। বৃষ্টিকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

Advertisement

বৃষ্টির ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে, ‘আমি প্রথম হতে পারব না। পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায়, তাই নিজেকে আর বাঁচাতে পারলাম না।’

আগামী ২৭ মে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা সংক্রান্ত বৈঠক রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। ওই বৈঠকেই স্থির হবে মাধ্যমিক পরীক্ষার ফল কবে ঘোষণা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement