—প্রতীকী চিত্র।
ভরদুপুরে আগুন লেগে পুড়ে গেল রাস্তার ধারে থাকা ছ’-সাতটি দোকান।
বুধবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর-বারাসত রোডে। এ দিন ব্যারাকপুর ২ ব্লকের শিউলি পঞ্চায়েতের বিড়লা গেটে একটি ক্লাবের উল্টো দিকে থাকা দোকানগুলিতে আচমকা আগুন ধরে যায়। খাবার ও পোশাকের ওই ক’টি দোকানের পাশেই তৃণমূলের দলীয় কার্যালয়। দোকানগুলিতে যখন আগুন লাগে, সেই সময়ে ওই কার্যালয়ে কয়েক জন ছিলেন। তাঁদেরই এক জন বাপ্পা তরফদার বলেন, “মুহূর্তের মধ্যে একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে দুপুরবেলা হওয়ায় অধিকাংশ দোকানই বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিই। দু’টি ইঞ্জিন এলেও তত ক্ষণে সব ছাই হয়ে গিয়েছে।”
দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে স্থানীয়দের আশঙ্কা, অন্য কোনও কারণও থাকতে পারে। দোকানদারেরা জানান, কাছাকাছি জলাশয় না থাকায় দমকল আসার আগে আগুন নিয়ন্ত্রণের উপায় ছিল না। স্থানীয় ব্যবসায়ী নিয়াজ় মল্লিক বলেন, “আমরা বুঝতে পারছি না, কেউ আগুন লাগাল কি না। দোকানগুলির পিছনে আগুন জ্বালানো হয়েছিল বলে শুনেছি।”