Deganga

Covid in West Bengal: সংক্রমণের তোয়াক্কা না করে দিনরাত রোগীর সেবায় মগ্ন দেগঙ্গার চিকিৎসক

করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় এলাকার বহু চিকিৎসকই পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৮:৩২
Share:

রোগীর সেবায় ব্যস্ত ওই চিকিৎসক।- নিজস্ব চিত্র।

অতিমারি পরিস্থিতির মধ্যেও দিনরাত সাধারণ মানুষের পরিষেবা দিয়ে নজির তৈরি করলেন দেগঙ্গার বাসিন্দা চিকিৎসক বিতান মুখোপাধ্যায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় এলাকার বহু চিকিৎসকই পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন। কেউ আবার দিনে নির্দিষ্ট সংখ্যার কয়েকজন মাত্র রোগীই দেখছেন। পরিস্থিতি এমন যে হাসপাতালে যাওয়ারও উপায় নেই। এমতাবস্থায় এগিয়ে এসে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন ওই চিকিৎসক।

স্থানীয় সূত্রে খবর, এলাকার চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে রোজ অন্তত ২০০ রোগী দেখেন তিনি। গত ৪২ বছর ধরে এ ভাবেই পরিষেবা দিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই চিকিৎসক বলেন, “বাবার স্বপ্ন পূরণ করতেই সাধারণ মানুষের জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছি।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement