arrest

Arrest: লক্ষ লক্ষ টাকার প্রতারণা! সিবিআইয়ের হাতে গ্রেফতার চিটফান্ড কর্তা

সিবিআই সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২৩:৪১
Share:

গ্রেফতার কুন্তল মাহাতো। নিজস্ব চিত্র।

ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার ডায়মন্ড হারবারের এক চিটফান্ড কর্তা। জানা গিয়েছে, ওই ব‍্যক্তির নাম কুন্তল মাহাতো। তিনি ডায়মন্ড হারবারের নিউ টাউনের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে যাদবপুর থেকে তাঁকে গ্রেফতার করার পর শনিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করানো হয় তাঁকে।

Advertisement

সিবিআই সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ২০১৪ সালে ডায়মন্ড হারবারের সুলতানপুর এলাকার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে প্রথম মামলা রুজু হয়। তার প্রেক্ষিতে ২০২০ সালে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। ধৃতকে হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের নাগাল পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার দুপুরে ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা দায়রা আদালতে ধৃতকে হাজির করানো হয়। ধৃতের আইনজীবীর জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেননি বিচারক। এই বিষয়ে ধৃতের আইনজীবী অনিতা দাস বলেন, ‘‘জীবনদীপ নামে একটি ভুঁইফোড় সংস্থার ডিরেক্টর ছিলেন কুন্তল। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement