সাকিব লস্কর। নিজস্ব চিত্র
শিক্ষকের সঙ্গে বকখালি বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। রবিবার দুপুরে সমুদ্রে তলিয়ে যায় ওই ছাত্র। দিনভর তল্লাশি চালিয়েও তার খোঁজ মেলেনি। সোমবার সকালে ফ্রেজারগঞ্জের কাছে সমুদ্রে ভাসতে দেখা যায় তার দেহ। মৃতের নাম সাকিব লস্কর (১০)। সে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত সাকিব। ওই মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গেই বকখালি গিয়েছিল সে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার উস্তির উত্তর কুসুম এলাকা থেকে জনা দশেক ছাত্রকে নিয়ে বকখালি বেড়াতে যান এক শিক্ষক। বকখালি সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করছিলেন তাঁরা। রবিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সাকিবের। শেষমেশ ফ্রেজারগঞ্জ উপকূল থানার দ্বারস্থ হন ওই শিক্ষক। এর পর পুলিশ তল্লাশিতে নামে। তল্লাশির জন্য নামানো হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। কিন্তু রবিবার ওই বালকের খোঁজ মেলেনি।
সোমবার সকালে ফ্রেজারগঞ্জের সমুদ্রে ভেসে থাকতে দেখা যায় বালকের দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি সাকিবের পরিবারকেও জানানো হয়েছে। সাকিবরা দুই ভাই। সে ছোট। বাড়ির ছোট ছেলের মৃত্যুতে শোকের ছায়া উস্তির উত্তর কুসুম এলাকায়।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।