Murder

Murder: ভাটপাড়ায় ব্যবসায়ী খুন, চায়ের দোকানে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি

শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ড বাকড় মহল্লায় চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন মুকুল। সেই সময় তাঁকে কয়েক জন ঘিরে ধরে গুলি চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১২:২০
Share:

চায়ের দোকানে ঘিরে ধরে গুলি। — নিজস্ব চিত্র।

আবারও গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ড বাকড় মহল্লায় চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন মুকুল। সেই সময় আচমকা তাঁকে কয়েক জন ঘিরে ফেলে। তার পর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়। মুকুলের মাথা এবং শরীরের অন্যত্রও গুলি লাগে। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, কী কারণে মুকুলকে খুন করা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহত যুবক এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement