Death

অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, অন্তত তিন-চার দিন ধরে জলাশয়ে পড়েছিল এই মহিলার দেহটি। দেহ থেকে গন্ধ বেরোতে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২৩:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

সোনারপুরের পর বারুইপুরে অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়াল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটে গঙ্গার জলে পানার মধ্যে একটি মহিলার দেহ ভাসতে দেখে যায়। স্থানীয় মানুষ থানায় খবর দিলে বারইপুর থানার পুলিশ গিয়ে সেই উদ্ধার করে বারইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে মহিলার পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অন্তত তিন-চার দিন ধরে জলাশয়ে পড়েছিল এই মহিলার দেহটি। দেহ থেকে গন্ধ বেরোতে থাকে। দেহটি কোথা থেকে এল, কারা দেহটি ফেলে গিয়েছে, এই ব্যাপারে বারইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement