Mysterious death

ভাঙড়ে যুগলের ঝুলন্ত দেহ

সকালে ঘরের দরজা না খোলায় তাঁদের খোঁজ করতে গিয়ে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০৭:১৩
Share:

মানসিক চাপে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। প্রতীকী ছবি।

একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল যুগলের। কলকাতা লেদার কমপ্লেক্স (কেএলসি) থানা এলাকায় ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামে একটি কুঁড়েঘর থেকে শুক্রবার সকালে ওই দু’জনের দেহ মেলে। পুলিশ জানায়, তাঁদের নাম অসীম সর্দার (৩২) ও টুকটুকি সর্দার (২৮)। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। যা নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমাল চলছিল। ফলে, মানসিক চাপে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি অসীম ও টুকটুকি একই বাড়িতে বসবাস করছিলেন। সকালে ঘরের দরজা না খোলায় তাঁদের খোঁজ করতে গিয়ে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেএলসি থানার পুলিশ গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অসীম ও টুকটুকি আদতে প্রতিবেশী ছিলেন। দু’জনেরই আলাদা সংসার ছিল। কিন্তু তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সম্প্রতি অসীম নিজের স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বার করে দিয়ে টুকটুকিকে নিয়ে এসে তাঁর সঙ্গে থাকছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

এ দিন অসীমের এক ভাই রঞ্জিত সর্দার বলেন, ‘‘অসীম স্ত্রী, সন্তানের পাশাপাশি মা-বাবাকেও বাড়ি থেকে বার করে দিয়েছিল। তার পরেই টুকটুকিকে নিয়ে আসে। এ দিন সকালে ওরা ঘুম থেকে উঠছে না কেন, দেখতে গিয়ে প্রতিবেশীরা দু’জনের দেহ ছাদ থেকে ঝুলতে দেখেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement