North 24 Pargana

রং খেলে গঙ্গায় স্নান করতে নেমে পানিহাটিতে তলিয়ে গেল তিন কিশোর! চলছে তল্লাশি

স্থানীয়েরা জানাচ্ছেন, উত্তর ২৪ পরগনার খড়দহ থানা অঞ্চলে আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৮:০৫
Share:

—প্রতীকী চিত্র।

হোলি খেলে পানিহাটি আশ্রম ঘাটে চার বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। আচমকা আসা বানে তাদের মধ্যে তলিয়ে গেলে তিন কিশোর। সোমবার এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী।

Advertisement

স্থানীয়েরা জানাচ্ছেন, উত্তর ২৪ পরগনার খড়দহ থানা অঞ্চলে আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়। তাতে চার জনই তলিয়ে যায়। এক জন কোনও মতে সাঁতরে উঠে আসে। কিন্তু বাকি তিন জন তলিয়ে যায় গঙ্গায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ডুবুরিরা।

স্থানীয় সূত্রে খবর, রনি, আদিত্য, নিরাজ এবং শিবম নামে চার কিশোর পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামা দাস রোডের বাসিন্দা। তাদের মধ্যে শিবম সাঁতরে উঠে আসতে পারলেও বাকি তিন জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তিন কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement