ছবি পিটিআই।
রামপুরহাটের খুন ও হত্যাকাণ্ডের তদন্ত জারি রেখেছে রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। আজ, বৃহস্পতিবার ওই ঘটনায় রিপোর্ট তৈরি করার কথা সিটের। এ ছাড়া আজ কেন্দ্রীয় ফরেন্সিক দল ঘটনাস্থলে যেতে পারে। ফলে নজর থাকবে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
বগটুই যাবেন মমতা
আজ রামপুরহাটের বগটুই গ্রামে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গে দেখা করার কথা তাঁর। মমতার এই সফরের দিকে আজ নজর থাকবে।
রামপুরহাটে বিজেপি ও কংগ্রেস
আজ বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিদলের বগটুই গ্রামে যাওয়ার কথা। ওই দলে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ থাকছেন চার প্রাক্তন আইপিএস অফিসার। এ ছাড়া আজ দুপুর ১২টা নাগাদ সেখানে যাওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
গ্রাফিক- সনৎ সিংহ।
রামপুরহাট-কাণ্ডের শুনানি হাই কোর্টে
রামপুরহাট-কাণ্ড নিয়ে বুধবার রাজ্যকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে কলকাতা হাই কোর্ট। আজ সেই সময়সীমা শেষ হচ্ছে। দুপুর ২টো নাগাদ আদালতে ওই কাণ্ডের রিপোর্ট জমা দেওয়ার কথা রাজ্যের।
সংসদ ও বিধানসভার অধিবেশন
আজ সকাল ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে শুরু হওয়ার কথা রাজ্য বিধানসভার অধিবেশন। আজ সেখানে শিল্প ও স্বাস্থ্য নিয়ে আলোচনা হতে পারে।
ইউক্রেনের পরিস্থিতি
রাশিয়ার সামরিক অভিযানের তীব্রতা ক্রমশ বাড়ছে ইউক্রেনে। মারা যাচ্ছেন বহু সাধারণ নাগরিক। বাদ যাচ্ছে না শিশুরাও। অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন করেছে বিশ্বের বহু দেশ। তবে এক মাস হতে চলল, এখনও যুদ্ধ থামার নাম নেই।
উপনির্বাচনের প্রচার
আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত খবরাখবরের দিকে আজ নজর থাকবে। আজ বালিগঞ্জের ৬৫ নম্বর ওয়ার্ডে সকাল সাড়ে ৮টা থেকে প্রচার করবেন বামপ্রার্থী সায়রা শাহ হালিম।