ছবি পিটিআই।
দলে বিপর্যয়ের আশঙ্কায় বুধবার রাতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর সরকারি বাংলো ছেড়ে দেন। ফলে মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্য দিকে, শুধু দল ভাঙা নয়, এ বার সরাসরি শিবসেনার দখল নিতে সক্রিয় হলেন একনাথ শিন্ডে! বিজেপির ‘হেফাজতে’ থাকা শিন্ডে-সহ ৩৪ জন ‘বিদ্রোহী’ বিধায়ক বুধবার নিজেদের ‘প্রকৃত শিবসেনা পরিষদীয় দল’ দাবি করে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এবং ডেপুটি স্পিকার নিহারী সীতারাম জিরওয়ালকে। আজ, বৃহস্পতিবার এই পরিস্থিতির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
ত্রিপুরা-সহ অন্যত্র উপনির্বাচন
আজ চার রাজ্যের সাতটি বিধানসভা এবং দুই রাজ্যের তিনটি লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ওই আসনগুলিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। আজ উপনির্বাচনের দিকে নজর থাকবে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্ত চারশোর গণ্ডি পার করেছিল। বুধবার তা কমে নামল তিনশোর নীচে। কিন্তু দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই রয়েছে। বাড়তে বাড়তে এ বার তা পৌঁছে গেল পাঁচ শতাংশের কাছাকাছি। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্যকর্তারাও। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আজ সংক্রমণ পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
দেশের কোভিড পরিস্থিতি
দেশে কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামলেও গত ২৪ ঘণ্টায় আবার ১২ হাজারের গণ্ডি পার করেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,২৪৯। আজ সংক্রমণের সংখ্যা কত হয় সেটাই দেখার।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে খবরাখবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধীপক্ষের তৎপরতা শুরু হয়েছে। দু’পক্ষই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নিজেদের প্রার্থীকে জেতাতে কৌশল নিচ্ছে দু’পক্ষই। এ ছাড়া আজ প্রধান দুই প্রার্থীর খবরাখবরের দিকে নজর থাকবে।
আলিয়া বিশ্ববিদ্যালয় বিল
আজ বেলা ১১টা থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। দ্বিতীয়ার্ধে পেশ হবে আলিয়া বিশ্ববিদ্যালয় বিল।
এসএসসি মামলার শুনানি
আজ এসএসসি মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দুপুর ২টো নাগাদ শুনানি শুরু হতে পারে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস
আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস। রাজ্য জুড়ে এই দিনটি পালন করার কর্মসূচি নিয়েছে বিজেপি।
রঞ্জি ট্রফি
আজ রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে মুম্বই ও মধ্যপ্রদেশের খেলা শুরু হবে।