ছবি পিটিআই।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ বছর পূর্তির আগেই তাঁর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল কংগ্রেস এবং বাম পরিষদীয় দল। আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী বুধবার বলেছেন, ‘‘আগে এই নিয়ে কেন্দ্রের কাছে বহু বার দরবার করা হয়েছে। এখন নেতাজির মতো বাংলার বিখ্যাত ব্যক্তিত্বদের নাম ব্যবহার করা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। তাঁর অবদান এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে তাঁর অবস্থান মনে রেখে তাঁর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।’’ পাশাপাশি, মান্নান এবং সুজন আরও জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকার যাতে ‘দেশপ্রেম দিবস’-এর দাবি মেনে নেয়, তার জন্য বিধানসভার আসন্ন অধিবেশনে ১৮৫ ধারায় বেসরকারি প্রস্তাবও আনতে চান তাঁরা।