partha chatterjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে দিল্লি বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৭:২৯
Share:

ফাইল চিত্র।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। এই মামলায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, শনিবার ওই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

অঙ্কিতা বনাম ববিতার চাকরি

শুক্রবার অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাই কোর্ট। ওই শূন্য পদে তাঁকেই চাকরি দেওয়া হোক বলে দাবি করেছেন মামলাকারী ববিতা সরকার। এই চাকরি-যুদ্ধের দিকে আজ নজর থাকবে।

শিক্ষা প্রতিমন্ত্রীর অবস্থান

অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাই কোর্ট। মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে‌ দেওয়ার দায়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এ বার তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

পার্থ চট্টোপাধ্যায়ের খবরাখবর

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রক্ষাকবচ পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্য দিকে, সুপ্রিম কোর্টেও তিনি মামলা দায়ের করেন। তাঁর আবেদনে সাড়া দেয় কি না সর্বোচ্চ আদালত সে দিকে নজর থাকবে।

গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল

সিপিএম প্রভাবিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের আজ মিছিল রয়েছে। বিকাল ৪টে নাগাদ ব্রেবোর্ন রোড ফ্লাইওভারে নীচ থেকে ওই মিছিলটি শুরু হবে।

আইপিএল

আজ আইপিএলে দিল্লি বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

এএফসি কাপ

আজ এএফসি কাপে এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ যুবভারতীতে ওই খেলাটি শুরু হবে।

অ-জানাকথা

আজ আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’ রয়েছে। অতিথি হিসাবে থাকবেন জীতু কমল। রাত ৮টা নাগাদ ওই অনুষ্ঠানটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement