আজ, রবিবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ম্যাচ রয়েছে। ফাইনালের খেলা এটি। ভারতের হয়ে খেলবেন লক্ষ্য সেন। ওই খেলার দিকে আজ নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
আইএসএল ফাইনাল
আজ আইএসএল-এর ফাইনাল ম্যাচ রয়েছে। হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স-এর খেলা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গোয়ায় খেলাটি শুরু হবে।
ইউক্রেনের পরিস্থিতি
আরও বিধ্বংসী দিকে মোড় নিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পশ্চিম ইউক্রেনে আগেই ক্ষেপণাস্ত্র হানা শুরু করেছিল রাশিয়া। এ বার ওই এলাকা জুড়ে শব্দের চেয়েও দ্রুতগামী (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করল পুতিনের দেশ। যুদ্ধের ২৪তম দিনে রাশিয়া এই মারণাস্ত্র ব্যবহার করল। আজ নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।
গ্রাফক্স সনৎ সিংহ।
কবিতা উৎসবের সূচনা
আজ একতারা মুক্তমঞ্চে বাংলা কবিতা উৎসব ২০২২-এর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকেল ৫টা নাগাদ ওই অনুষ্ঠানটি শুরু হবে।
রাজ্যের উপনির্বাচন
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রার্থী ঘোষণা হয়ে করেছে রাজনৈতিক দলগুলি। প্রচার নেমেছেন প্রার্থীরা। শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। আজ নজর থাকবে ওই সব খবরের দিকে।
আবহাওয়ার খবর
সোমবারই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অশনি। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ হয়ে গিয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিকেও যুদ্ধকালীন তৎপরতায় বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ ঘূর্ণিঝড়ের অবস্থানের দিকে নজর থাকবে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
৫০-র নীচে নেমেছে রাজ্যের করোনা সংক্রমণ। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। ওই দিন মৃত্যু হয়েছে এক জনের। আজ কত সংক্রমণ হয় নজর থাকবে সে দিকেও।