প্রতীকী ছবি
আজ, মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। শুরুতে গণনা হয় পোস্টাল ব্যালটের। কিছু ক্ষণ আগেই শুরু হয়েছে ইভিএম গণনার। আর কিছু ক্ষণ পরেই জানা যাবে চূড়ান্ত ফল। গত বিধানসভা ভোটে খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গোসাবা— এই চারটি কেন্দ্রের মধ্যে তৃণমূল ও বিজেপি-র ছিল দু’টি করে আসন। আজ দেখার ওই আসনগুলি কাদের হাতে যায়। নজর থাকবে সে দিকে।
টি২০ বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আজ তারা নামছে নামিবিয়ার বিরুদ্ধে। নামিবিয়া তুলনামূলক ভাবে অনেক নতুন ও সহজ দল। ফলে এই ম্যাচেও জেতার সম্ভাবনা রয়েছে বাবর আজমদের। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি রয়েছে। তার আগে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলা। বিকেল সাড়ে ৩টে নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা। ফলে নজর থাকবে এই খেলাগুলির দিকে।
এ ছাড়া আজ নজর থাকবে লোকাল ট্রেন চলাচল ও রাজ্যের করোনা পরিস্থিতি, আবহাওয়া ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার দিকে।