Narendrapur

কালীপুজোয় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ‘গণধর্ষিতা’ তরুণী! নরেন্দ্রপুরে দু’জনকে গ্রেফতার করল পুলিশ

তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বারুইপুরের ডিএসপি ফয়সেল বিন আহমেদ বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:২২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সমাজমাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্ব। কালীপুজোয় ঘুরতেও বেরিয়েছিলেন দু’জনে। ঘুরতে বেরিয়ে তরুণীকে এক জনের বাড়িতে নিয়ে গিয়ে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ওই অভিযোগের ভিত্তিতে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ফয়সেল বিন আহমেদ বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’ যাদবপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত এক যুবকের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় তাঁর। কালীপুজোর মধ্যে গত শুক্রবার ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দু’জনে। গড়িয়া স্টেশনে দেখা করেছিলেন তাঁরা। এর পর সেখান থেকে এক জনের বাড়িতে যান দু’জনে। অভিযোগ, সেখানে তরুণীর পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে বেহুঁশ করে গণধর্ষণ করা হয়। ওই ঘটনার পর পরিবারেরই লোকেরা তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গত রবিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’। এর পরেই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement