Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

অগ্নিপথ নিয়ে দেশের পরিস্থিতি, কী বলছে কেন্দ্র ও সেনা। কেমন আছেন সনিয়া। চাকরির দাবিতে প্রতিবাদ, মিছিল কলকাতায়। পঞ্চম দিনে রঞ্জি ট্রফির ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৬:৫৭
Share:

ছবি পিটিআই।

অগ্নিপথ নিয়ে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অনেক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেলকে। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

অগ্নিপথ নিয়ে কেন্দ্রের বক্তব্য

Advertisement

অগ্নিপথ এবং এই প্রকল্পকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে আজ কী বলছে কেন্দ্রীয় সরকার, সেনাএবং সংশ্লিষ্ট মহল— সে দিকে নজর থাকবে।

সনিয়া গাঁধী কেমন আছেন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার আশাতীত উন্নতি হয়নি। তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

রাজ্যের কোভিড পরিস্থিতি

গত সপ্তাহে শুক্রবার রাজ্যে দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির পার করেছিল। তা বাড়তে বাড়তে এই শুক্রবার পৌঁছে গেল তিনশোর কাছাকাছি। আক্রান্তের সংখ্যার পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও আবার বেড়ে ছাড়াল আড়াই শতাংশ। আজ সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

‘নিঃশব্দ বিপ্লব ২০২২’

আজ পৈলানে যুব সঙ্ঘ মাঠে ‘নিঃশব্দ বিপ্লব ২০২২’ বইয়ের উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জমিয়ত উলেমা হিন্দের প্রতিবাদ সভা

নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে জমিয়ত উলেমা হিন্দের ডাকে কলকাতায় আজ দুপুর ১টায় প্রতিবাদ সভা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

নিয়োগের দাবিতে মিছিল

অবিলম্বে চাকরির নিয়োগপত্র দেওয়ার দাবিতে কলেজ স্ট্রিটে শিক্ষক-শিক্ষিকা পদে চাকরিপ্রার্থীদের আজ মিছিল রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই কর্মসূচিটি শুরু হওয়ার কথা।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন

আজ বিকেল ৫টা নাগাদ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রাক্তন ফুটবলার এবং তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন রয়েছে।

রঞ্জি ট্রফির ম্যাচ

আজ রঞ্জি ট্রফি সেমিফাইনালের পঞ্চম দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বাংলা বনাম মধ্যপ্রদেশের খেলা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement