ফাইল চিত্র।
সুপ্রিম কোর্ট, তার পর হাই কোর্টের একক বেঞ্চ, তার পর ডিভিশন বেঞ্চের পর এ বার সুপ্রিম কোর্ট। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল বিজেপি। আজ, শনিবার শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি হতে পারে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
নির্বাচন কমিশনের প্রস্তুতি
রবিবার কলকাতা পুরসভার ভোটগ্রহণ। তার আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মী থেকে পুলিশ বাহিনী। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া নজর রাখবে কমিশন।
গ্রাফিক- সনৎ সিংহ।
অ্যাশেজ
অ্যাশেজে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা শুরু হওয়ার কথা সকাল সাড়ে ৯টায়।
করোনা ও ওমিক্রন
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা টানা কয়েক দিন ধরে নিম্নমুখী। অন্য দিকে, চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন। ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
আবহাওয়া
রাজ্যে শীত পড়ে গিয়েছে। দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা দিন প্রতি নিম্নমুখী হচ্ছে। ফলে ঠান্ডা যে আরও বাড়বে তা বলাই যায়। আজ দেখার সর্বনিম্ন তাপমাত্রা কত থাকে।