প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়বাজার থেকে শশিভূষণ দে স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রা। নিজস্ব চিত্র।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বৃহস্পতিবার বিজেপি-র আর্জি নাকচ করে দিয়েছে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। আজ, শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বেলা ১১টা নাগাদ ওই মামলার শুনানি রয়েছে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পুরভোট প্রচার
কলকাতা পুরভোটের প্রচারের আজ শেষ দিন। ফলে শেষ লগ্নে আজ সব রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। আজ দুপুর ২টো নাগাদ বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করতে পারেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিপিএম প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন সুজন চক্রবর্তী। বিকেল ৫টা নাগাদ সাংবাদিক বৈঠক করার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন
বেসরকারিকরণের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছে ব্যাঙ্ক সংগঠনগুলি। ওই ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ল। ফলে আজও ব্যাঙ্ক আর এটিএম পরিষেবা বন্ধ থাকবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
সিঙ্গুরে বিজেপি-র ধর্না
গত কয়েক দিন ধরে সিঙ্গুরে ধর্না কর্মসূচি করেছে বিজেপি। আজ ওই কর্মসূচির শেষ দিন। সেখানে সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের 'শুদ্ধকরণ' কর্মসূচি পালন করবে বিজেপি।
আইএসএল
আজ আইএসএল-এ ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্টের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
এশিয়ান চ্যাম্পিয়ন্স
আজ ভারত বনাম পাকিস্তানের খেলা রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্সে। দুপুর ৩টে নাগাদ ওই খেলাটি হওয়ার কথা।
অ্যাশেজ
আজ অ্যাশেজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হতে পারে।