TMC

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

গরুপাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে তাঁর হাজিরা দেওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ০৭:২৩
Share:

ফাইল চিত্র।

পানিহাটি এবং ঝালদা পুরসভার দুই কাউন্সিলর এক দিনে খুন হয়েছেন। এই জোড়া খুনের ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পাশাপাশি চলছে তদন্ত। এই ঘটনায় রাজনৈতিক রং না দেখে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজ, মঙ্গলবার তদন্ত কোন পথে এগোয় সে দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার কথা মুখ্যসচিবের। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা।

হিজাব মামলার রায়

হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে। ওই বিতর্ক হাই কোর্ট অবধি গড়ায়। টানা প্রায় ১৫ দিন উচ্চ আদালতে চলে শুনানি। অবশেষে আজ হিজাব মামলার রায় ঘোষণা করার কথা জানিয়েছে কর্নাটক হাই কোর্ট। নজর থাকবে ওই রায়ের দিকে।

গ্রাফিক- সনৎ সিংহ।

ইউক্রেনের পরিস্থিতি

সোমবার জোড়া বিস্ফোরণে বিধ্বস্ত হয় ইউক্রেন। কিভের জনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ফলে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন এবং তিন জন গুরুতর আহত। এই অবস্থায় আজ নজর থাকবে ওই যুদ্ধ পরিস্থিতির দিকে।

সংসদের অধিবেশন

আজ রয়েছে সংসদের অধিবেশন। সকাল ১০টা নাগাদ লোকসভায় অধিবেশন শুরু হওয়ার কথা। নজর থাকবে সে দিকে।

বিধানসভার অধিবেশন

আজ বিধানসভার অধিবেশন রয়েছে। বেলা ১১টা নাগাদ ওই অধিবেশন শুরু হওয়ার কথা।

আনিস খান হত্যা

হাওড়ার ছাত্রনেতা আনিস খানের হত্যার ঘটনায় সিটের রিপোর্টে আনিসের পরিবার তাতে অনাস্থা প্রকাশ করেছে। তারা সিবিআই তদন্ত চাইছেন। ফলে আজ নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।

অনুব্রতকে তলব সিবিআইয়ের

গরুপাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে তাঁর হাজিরা দেওয়ার কথা। ফলে আজ অনুব্রত সিবিআইয়ের ডাকে সাড়া দেন কি না সে দিকে নজর থাকবে।

সিপিএমের রাজ্য সম্মেলন

আজ থেকে শুরু হচ্ছে সিপিএমের তিন দিনের রাজ্য সম্মেলন। কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের ওই সম্মেলনের দিকে আজ নজর থাকবে।

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিরোধীদের

রাজ্যের দুই উপনির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। বিরোধীরা এখনও তা করেনি। আজ বাম, বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে।

পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। সকাল সাড়ে ১০টা নাগাদ করাচিতে খেলাটি শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement