ফাইল চিত্র।
আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফেরার কথা। শেষ দিনেও তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
যাত্রীদের জন্য খুলবে শিয়ালদহ মেট্রো
আজ থেকে যাত্রীদের জন্য খুলে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন। সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে সেক্টর-৫ উদ্দেশে। আজ নজর থাকবে সে দিকে।
প্রাথমিক মামলা ডিভিশন বেঞ্চে
আজ প্রাথমিক স্কুলে নিয়োগ নিয়ে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।
দক্ষিণ-পশ্চিমের রাজ্যে বন্যা পরিস্থিতি
প্রবল বৃষ্টির ফলে মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। কোথাও কোথাও ধস, নদীর জলস্তর বৃদ্ধির দুর্যোগের সৃষ্টি হয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
শ্রীলঙ্কার পরিস্থিতি
জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেও বিক্ষোভকারীদের একাংশের হুমকির শিকার তিনিও। ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এরই মধ্যে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন সে দেশের পার্লামেন্টের স্পিকার য়ুপা অবেবর্ধনে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
দেশের সার্বিক কোভিড পরিস্থিতি
মঙ্গলবার কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ১৩ হাজারের কাছে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা আবার ১৭ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫,৪৪৭ জন। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতি লক্ষ করলে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৫৯। এই অবস্থায় সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।
‘কালী’ তথ্যচিত্রের পোস্টার এবং মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে বিতর্ক
‘কালী’ তথ্যচিত্রের পোস্টার এবং মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলেনতা রাজ্যপালের দ্বারস্থও হন। এই বিতর্কের পরবর্তী পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়
নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে ব্রিটেনে। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অনেকেই রয়েছে। তার মধ্যে রয়েছেন অন্যতম প্রবাসী ভারতীয় ঋষি সুনক। কে হন নতুন প্রধানমন্ত্রী সেই দিকে নজর থাকবে।
মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের প্রবেশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়া আগন্তুক হাফিজুল মোল্লাকে নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে। পুলিশ তল্লাশি চালিয়ে হাফিজুলের ১১টি সিম কার্ড এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে। সেই মোবাইলে কালীঘাটে মমতার বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশের বেশ কিছু ছবিও ছিল বলে সূত্রের খবর। ওই ঘটনায় তদন্ত করছে পুলিশ। আজ নতুন কিছু তথ্য উঠে এল কি না, সে দিকে নজর থাকবে।
ভারত ও ইংল্যান্ড ম্যাচ
আজ ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।