ফাইল চিত্র।
সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণের হার। ওই দিন ১৯ হাজারের আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। তবে সংখ্যা হ্রাসের পিছনে পরীক্ষা কম হওয়াই কারণ। আজ, মঙ্গলবার সংক্রমণ বাড়ল কি না সে দিকে নজরে থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
তৃণমূলের 'নির্বাচনী প্রতিশ্রুতি'
সামনের মাসেই রয়েছে গোয়ার ভোটগ্রহণ। ভোটকে সামনে রেখে ওই রাজ্যে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল। আজ গোয়ায় নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করার কথা ঘাসফুল শিবিরের। বেলা ১১টা নাগাদ ওই কর্মসূচি হওয়ার কথা।
চার পুরভোট মামলার শুনানি
কোভিড পরিস্থিতিতে রাজ্যের আসন্ন চার পুরসভার ভোট বাতিলের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ ওই মামলাটি শুনানি হওয়ার কথা।
চার পুরভোটে নিরাপত্তা
সোমবার রাজ্যের তরফ থেকে আসন্ন চার পুরসভায় ভোটে নিরাপত্তা সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। সূত্রের খবর, চারটি পুরসভার ভোটে প্রায় নয় হাজার বাহিনী ব্যবহার করা হবে। আজ ওই বাহিনী কোথায়, কত, কীভাবে মোতায়েন হবে তা প্রকাশ করতে পারে কমিশন।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট
আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। ভোর সাড়ে ৩টে থেকে ওই খেলাটি শুরু হয়েছে। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকেও।